She is ___ than her brother.
Solution
Correct Answer: Option B
বাক্যে than মানে দুজনের (তার আর ভাই) বয়সের তুলনা। তুলনা করতে old এর রূপ older ব্যবহার হয়। যেমন: "She is older than her brother" (সে ভাইয়ের চেয়ে বয়সে বড়)।
অন্যগুলো কেন ভুল:
- Elder: পরিবারে বড় বোঝায়, than এর সাথে ব্যবহার হয় না।
- Eldest: তিন বা বেশি লোকের মধ্যে "সবচেয়ে বয়স্ক", এখানে শুধু দুজন।
- Oldest: তিন বা বেশি লোকের জন্য, এখানে দুজন।