'তরোয়াল' শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায়?
Solution
Correct Answer: Option A
- শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বা বিপর্যাস বলে।
- যেমন: তলোয়ার > তরোয়াল।
- এখানে 'লোয়া' ধ্বনি দুটি (লো+য়া) স্থান বদলে হয়েছে 'রোয়া' (রো+য়া)। পিশাচ > পিচাশ, লাফ > ফাল।