_______ is the common language for Al.

A Lisp

B Java

C PHP

D Python

Solution

Correct Answer: Option D

- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন।
- তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)।

- কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, LISP, MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়।
- তবে এদের মধ্যে প্রধানত Prolog ও Python কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
- Python হলো উচ্চতর স্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- Python ভাষার আবিষ্কারক নেদারল্যান্ডস এর নাগরিক গুইডো ভ্যান রসম।
- ১৯৮০ সালে এটি আবিষ্কার হলেও ১৯৯১ সালে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ১৯৯৪ সালে বাজারে ছাড়া হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions