Which country launched E-passport as the first country in South Asia?
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশ প্রবেশ করেছে ই-পাসপোর্টের যুগে।
- বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করলো।
- ১৯৯৮ সালে বিশ্বে প্রথম ই পাসপোর্ট চালু করে মালয়োশিয়া।
উল্লেখ্য,
- বাংলাদেশ ৩৩ তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ
- আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে - ১৩তম
- মেট্রো রেলে ৬০ তম
- স্যাটেলাইটে ৫৭ তম
- সাবমেরিনে ৪১ তম।