Which one is the most popular Alternative Delivery Channels (ADCs) in Bangladesh?
Solution
Correct Answer: Option A
- Alternative Delivery Channels (ADCs) হলো প্রথাগত ব্যাংকের শাখার বাইরে যে কোন সময় যে কোন জায়গায় যে কোন ভাবে সরাসরি ব্যাংক লেনদেনের বিকল্প পেমেন্ট চ্যানেল।
- ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটা, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, অ্যাপসে লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং Alternative Delivery Channels (ADCs) এর অংশ।
- বিকাশ, নগদ, রকেট, মাইক্যাশ প্রভৃতি এমএফএসের কারণে সাধারণ মানুষ ডিজিটাল লেনদেনে দিন দিন অভ্যস্থ হয়ে উঠছে।
- এটি বর্তমানে আর্থিক লেনদেনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।