A ও B 1 মিনিটে পূর্ণ করে (1/12 + 1/15) অংশ
A এবং B 3 মিনিটে পূর্ণ করে = (1/12 + 1/15) × 3
= (5+4/60)×3 = 9/20 অংশ
বাকি অংশ = (1-9/20) = 11/20 অংশ
B(1/15) অংশ করে 1 মিনিটে
11/20 অংশ পূর্ণ করতে B এর সময় লাগবে
= (11/20×15/1) মিনিট
= 11×3/4 = 33/4
= 8(1/4) মিনিট
= 8 মিনিট 15 সেকেন্ড ।