Time and Work (65 টি প্রশ্ন )
৬ ঘণ্টায় পুরো ট্যাংক ভরতে পারে

তাই ১ ঘণ্টায় ভরতে পারে = ১/৬ অংশ

দ্বিতীয় পাইপ ১০ ঘণ্টায় পুরো ট্যাংক ভরতে পারে

তাই ১ ঘণ্টায় ভরতে পারে = ১/১০ অংশ


প্রথম পাইপ ৪ ঘণ্টা চালু ছিল
৪ ঘণ্টায় ভরেছে = ৪ × (১/৬) = ৪/৬ = ২/৩ অংশ

পুরো ট্যাংক = ১
প্রথম পাইপ ভরেছে = ২/৩
বাকি আছে = ১ - ২/৩ = ১/৩ অংশ

দ্বিতীয় পাইপ ১ ঘণ্টায় ভরে ১/১০ অংশ
বাকি ১/৩ অংশ ভরতে সময় লাগবে = (১/৩) ÷ (১/১০)
= (১/৩) × ১০
= ১০/৩ ঘণ্টা
ধরি, ধীর পাইপ একা ট্যাংক ভরতে x মিনিট সময় নেয়।
তাহলে দ্রুত পাইপ একা ট্যাংক ভরতে x/4 মিনিট সময় নেয়।

ধীর পাইপের কাজের হার = 1/x (প্রতি মিনিটে)
দ্রুত পাইপের কাজের হার = 4/x (প্রতি মিনিটে)

দুটি পাইপের যৌথ কাজের হার,
1/x + 4/x = 5/x

যেহেতু দুটি পাইপ একসাথে ৩৬ মিনিটে ট্যাংক ভরে,
(5/x) × 36 = 1
বা, 180/x = 1
বা, x = 180 মিনিট

180 মিনিট = 180 ÷ 60 = 3 ঘন্টা
প্রশ্নে বলা হচ্ছে, জাহাজের সম্মুখের ছিদ্রের মাধ্যমে পানি ঢুকে তা 6 ঘণ্টায় ডুবে যেতে পারে। কিন্তু জাহাজের পাম্পের মাধ্যমে ৪ ঘণ্টায় জাহাজের প্রবেশকৃত পানি সেঁচে দেয়া যায়। তীর হতে নৌকা 168 kam দূরে আছে এবং পাম্পটিও চলছে। জাহাজটি কমপক্ষে কত kmph বেগে চললে তা না ডুবেই তীরে পৌঁছাতে পারবে?

ছিদ্রপথে জাহজে ১ ঘণ্টায় পানি প্রবেশ করে = ১/৬ অংশ
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পানি বের হয় = ১/৮ অংশ
∴ ছিদ্রপথ ও পাম্প দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬) - (১/৮) অংশ
                                                   = (৪ - ৩)/২৪ অংশ
                                                   = ১/২৪ অংশ

∴ সম্পূর্ণ জাহাজ পূর্ণ হবে ২৪ ঘণ্টায়। তাই জাহাজটিকে ২৪ ঘণ্টায় ১৬৮ কিলোমিটার অতিক্রম করতে হবে।
অতএব, বেগ = ১৬৮/ ২৪ কি.মি./ঘণ্টা
                 = ৭ কি.মি./ঘণ্টা


A একা ১ দিনে করে ১/৩০ অংশ
B একা ১ দিনে করে ১/১৫ অংশ
C একা ১ দিনে করে ১/১০ অংশ

প্রথম ১০ দিনের জন্য হিসেব করে পাই,
প্রথম ১০ দিনে A কাজ করে ১০ দিন তথা = ১০/৩০ অংশ কাজ
প্রথম ১০ দিনে B কাজ করে ৫ দিন তথা = ৫/১৫ অংশ কাজ
প্রথম ১০ দিনে C কাজ করে ৩ দিন তথা = ৩/১০ অংশ কাজ

প্রথম ১০ দিনে A,B,C কাজ করে ১০/৩০ + ৫/১৫ + ৩/১০ = (১০ + ১০ + ৯)/৩০ = ২৯/৩০ অংশ

বাকি (১ - ২৯/৩০) = ১/৩০ অংশ কাজ করতে ১ দিন সময় লাগবে।
∴ মোট দিন = ১০ + ১ = ১১ দিন
ধরি, 1 পুরুষের কাজের হার = x
1 মহিলার কাজের হার = y


প্রথম তিন দিনে,
2x + 5y দিয়ে 1/4 কাজ 3 দিনে হয়
অর্থাৎ, (2x + 5y) × 3 = 1/4 ...(1)


পরের দুই দিনে,
3x + 4y দিয়ে 1/4 কাজ 2 দিনে হয়
অর্থাৎ, (3x + 4y) × 2 = 1/4 ...(2)


সমীকরণ (1) থেকে,
6x + 15y = 1/4 ...(3)


সমীকরণ (2) থেকে,
6x + 8y = 1/4 ...(4)


(3) - (4) করে, 7y = 0
⇒ y = 0

y এর মান (3) এ বসিয়ে, 6x = 1/4
⇒ x = 1/24


তাহলে 4 পুরুষের জন্য,
4 × (1/24) × t = 1   [যেখানে t হল সময়]
⇒ t = 6

সুতরাং 4 জন পুরুষ সম্পূর্ণ প্রজেক্ট শেষ করতে 6 দিন নেবে।

ধরা যাক, সম্পূর্ণ ট্যাংকের আয়তন ১ একক।
প্রথম নল (A) 12 মিনিটে পুরো ট্যাংকটি ভর্তি করতে পারে। সুতরাং, নল A প্রতি মিনিটে ট্যাংকের 1/12 অংশ ভর্তি করে।
দ্বিতীয় নল (B) 18 মিনিটে পুরো ট্যাংকটি ভর্তি করতে পারে। সুতরাং, নল B প্রতি মিনিটে ট্যাংকের 1/18 অংশ ভর্তি করে।

যদি দুটি নল একসাথে খোলা হয়, তবে তারা প্রতি মিনিটে ট্যাংকের (1/12 + 1/18) = 5/36 অংশ ভর্তি করবে।

পুরো ট্যাংকটি ভর্তি করতে সময় লাগবে = 1/(5/36) = 7.2 মিনিট
মনেকরি,
অতিরিক্ত সময় y
প্রশ্নমতে,
   42 x 8 + 52y = (8+y) x 44
⇒ 336 + 52y = 352 + 44y
⇒ 52y - 44y = 352 - 336
⇒ 8y = 16
  ∴  y = 2
মোট কাজ করে 8 + 2
                   = 10


28 pounds = 28 × 16 = 448 ounces

448/14 = 32 packages

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
(A + B)' s 1 day's work = 1/72
(B + C)' s 1 day's work = 1/120

(A + C)'s 1 day's work = 1/90

Adding, we get, 2 (A + B + C)'s 1 days
work = (1/72 + 1/120 + 1/90)
= 12/360
= 1/30
(A + B + C)'s 1 day's work = 1/60

A's 1 day's work = (1/60) - (1/120)

∴ A alone can finish the work in 120 days.
ব্যক্তিকে অতিক্রম করতে মোট সময় লাগবে:
       ⇒ L1 + Lm = ST 
       ⇒ 75 + 0 = (20 + 0) x (5/18) x T
       ⇒ T = 13.5 
উল্লেখ্য, এখানে ব্যক্তির দৈর্ঘ্য (Lm) শুন্য ধরা হয়েছে। 
২,৩,৫ এর ল.সা.গু. = ৩০
ধরি, Jason 40টি goldfish কিনেছিল। 
প্রথম সপ্তাহে মারা যায়= (40*1/5) =8টি 
প্রথম সপ্তাহ পর জীবিত থাকে= (40-8) =32টি 

দ্বিতীয় সপ্তাহে মারা যায়= (32*3/8)টি =12টি
জীবিত থাকে= (40-8-12) টি =20টি
∴জীবিত থাকে =20/40= 1/2
(প্রশ্ন-১ জন লোক ও ১ জন বালক একত্রে যে পরিমান কাজ করে ,ঐ একই সময়ে ৫ জন লোক ও ২ জন বালক তার ৪ গুন কাজ করে।একজন লোক ও একজন বালক এর কর্মদক্ষতার অনুপাত কত?)

ধরি,একটি নির্দিষ্ট সময়ে একজন লোক করে x অংশ
 একজন বালক করে  y অংশ
অতএব ১ জন লোক  ও ১ জন বালক একত্রে কাজ করে =(x+y) অংশ
অতএব 5x+2y=4(x+y)
বা,5x+2y=4x+4y
বা, x=2y
বা,x/y=2/1
 অতএব x:y=2:1
(প্রশ্ন- ৮ জন পুরুষ একটি কাজ করতে পারে ২০ দিনে। ৮ জন মহিলা একই কাজ ৩২ দিনে করতে পারে।তাহলে ৫ জন পুরুষ এবং ৮ জন মহিলা কাজটি কত দিনে করতে পারে?)

৮ জন পুরুষ ২০ দিনে করে ১ অংশ
১ জন পুরুষ ১ দিনে করে ১/(৮×২০)=১/১৬০ অংশ

৮ জন মহিলা ৩২ দিনে করে ১ অংশ
১ জন মহিলা ১ দিনে করে ১/(৮×৩২)=১/২৫৬ অংশ

(৫ জন পুরুষ+৮ জন মহিলার) ১ দিনের সম্পন্ন কাজ
=(৫/১৬০)+(৮/২৫৬)
=(১/৩২)+(১/৩২)
=১/১৬ অংশ
সুতরাং ৫ জন পুরুষ এবং ৮ জন মহিলা কাজটি একত্রে ১৬ দিনে করে।
(প্রশ্ন-একজন পুরুষ ,একজন মহিলা এবং একজন বালক একটি কাজ যথাক্রমে ৬,৯ এবং ১৮ দিনে করতে পারে।তাহলে একজন পুরুষ এবং একজন মহিলাকে কতজন বালক সাহায্য করলে কাজটি ১ দিনে শেষ হবে?)

একজন পুরুষ,একজন মহিলা ও একটি বালক ১ দিনে কাজটির যথাক্রমে ১/৬ , ১/৪ ও ১/১৮ অংশ সম্পন্ন করে।
(১ জন পুরুষ+১ জন মহিলার) ১ দিনের সম্পন্ন কাজ
=১/৬ + ১/৯
=(৩+২)/১৮
=৫/১৮ অংশ

অবশিষ্ট কাজ =১ -(৫/১৮)=১৩/১৮ অংশ
১ জন বালক ১ দিনে করতে পারে =১/১৮ অংশ
অতএব বালক প্রয়োজন=১৮×(১৩/১৮) =১৩ জন
(প্রশ্ন- A একটি কাজ করতে পারে ১০ দিনে,B পারে ১৫ দিনে এবং C পারে ২০ দিনে।A এবং  C একত্রে ২ দিন কাজ করার পর A এর জায়গাতে B কাজ করলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে?)

(A+C) এর ১ দিনের সম্পন্ন কাজ =(১/১০)+(১/২০) অংশ
                      =(২+১)/২০ =৩/২০ অংশ

(A+C) এর ২ দিনের সম্পন্ন কাজ =(৩/২০)×২ =৬/২০ =৩/১০ অংশ
অবশিষ্ট  কাজ =১ -(৩/১০)=৭/১০ অংশ

(B+C) এর ১ দিনের সম্পন্ন কাজ =(১/১৫)+(১/২০)=(৪+৩)/৬০ =৭/৬০ অংশ

B এবং  C একত্রে ৭/৬০ অংশ কাজ করে =১ দিনে
অতএব B এবং C একত্রে ৭/১০ অংশ কাজ করে =(৬০/৭)×(৭/১০)=৬ দিনে

সুতরাং মোট সময় লাগবে =(৬+২) =৮ দিন
(প্রশ্ন-  A একদিনে কাজ করে   B এর অর্ধেক।B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি  C একা কাজটি ৭ দিনে করতে পারে,তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে?)

C একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =১/৭ অংশ

B একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/৭)×(১/২) =১/১৪ অংশ

A একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/১৪)×(১/২)=১/২৮ অংশ

অতএব (A+B+C)একত্রে ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/২৮)+(১/১৪)+(১/৭)
                                 =(১+২+৪)/২৮ অংশ
                                 =৭/২৮
                                 =১/৪ অংশ

অতএব  A,B এবং  C একত্রে ৪ দিনে কাজটি শেষ করে।
(প্রশ্ন-X,Y এবং  Z একটি কাজ করতে পারে ৬ দিনে। X অথবা  Y কাজটি একা করতে পারে ১৬ দিনে।তাহলে Z একা কত দিনে কাজটি করতে পারে?)

(X+Y+Z) একত্রে ১ দিনে সম্পন্ন করে কাজটির =১/৬ অংশ
(x+y) একত্রে ১ দিনে সম্পন্ন করে কাজটি =(১/৬)+(১/১৬)
                           =২/১৬ =১/৮ অংশ

Z একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/৬) - (১/৮) =১/২৪ অংশ

Z একা ১/২৪ অংশ কাজ করে =১ দিনে
Z একাই সম্পূর্ণ করে =২৪ দিনে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
(প্রশ্ন- একটি টায়ারে ২ টি ছিদ্র রয়েছে। ১ম ছিদ্রটি টায়ারকে ৯ মিনিটে বায়ুশূণ্য করতে পারে এবং ২য় ছিদ্রটি ৬ মিনিটে বায়ুশূন্য করতে পারে।একই হারে দুইটি ছিদ্র কতক্ষনে টায়ারটিকে বায়ুশূণ্য করতে পারবে?)

প্রথম ছিদ্রের সাহায্যে ৯ মিনিটে বায়ু শূণ্য হয় = ১ অংশ
প্রথম ছিদ্রের সাহায্যে ১ মিনিটে বায়ু শূণ্য হয় =১/৯ অংশ

২য় ছিদ্রের সাহায্যে ৬ মিনিটে বায়ু শূণ্য হয় =১ অংশ
২য় ছিদ্রের সাহায্যে ১ মিনিটে বায়ু শূণ্য হয় =১/৬ অংশ

অতএব উভয় ছিদ্র এক সাথে ১ মিনিটে বায়ু শূণ্য করে =(১/৯)+(১/৬) অংশ
                               =(২+৩)/১৮ =৫/১৮ অংশ

অতএব ৫/১৮ অংশ বায়ু শূণ্য করে =১ মিনিটে
১ অংশ বায়ু শূণ্য করে =১৮/৫ =৩(৩/৫) মিনিটে
(প্রশ্ন- রাব্বি ও হানিফ কোনো কাজ একা যথাক্রমে ৩ দিন ও ২ দিনে শেষ করতে পারে।দুজন মিলে এক সাথে কাজটি শেষ করলো এবং ১৫০ টাকা পেল।রাব্বি কত টাকা পেল?)

রাব্বি ৩ দিনে কাজটির ১ অংশ করে
রাব্বি ১ দিনে কাজটির ১/৩ অংশ করে

হানিফ ২ দিনে কাজটির ১ অংশ করে
হানিফ ১ দিনে কাজটির ১/২ অংশ করে

সমান সময়ে দুজন কর্তৃক কৃতকাজের অনুপাত=১/৩ ঃ ১/২
                     =২ঃ৩ [ ৬ দ্বারা গুন করে ]

রাব্বির অবদানঃহানিফের অবদান =২ঃ৩
রাব্বি এর প্রাপ্য টাকার পরিমাণ ={২/(২+৩)} ×১৫০ =(২/৫) ×১৫০ = ৬০ টাকা
(প্রশ্ন- ১২ জন পুরুষ একটি কাজ ২৪ দিনে করতে পারে।তাহলে ৮ জন ব্যক্তির কত দিন লাগবে ঐ কাজ করার জন্য)

১২ জন পুরুষ কাজটি সম্পন্ন করে ২৪ দিনে
১ জন পুরুষ কাজটি সম্পন্ন করে ২৪ × ১২ দিনে
৮ জন পুরুষ কাজটি সম্পন্ন করে (২৪ ×১২)/৮ =৩৬ দিনে
(প্রশ্ন- যদি ৩ জন পুরুষ বা ৯ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে।তাহলে ৫ জন পুরুষ এবং ৬ জন বালক একত্রে একই কাজ কত দিনে করতে পারবে?)

৩ জন পুরুষ  ২১ দিনে সম্পন্ন করে ১ অংশ
১ জন পুরুষ ১ দিনে সম্পন্ন করে ১/(২১ ×৩) =১/৬৩ অংশ

৯ জন বালক ২১ দিনে সম্পন্ন করে ১ অংশ
১ জন বালক ১ দিনে সম্পন্ন করে ১/(৯ ×২১)=১/১৮৯ অংশ

৫ জন পুরুষ এবং ৬ জন বালকের ১ দিনের সম্পন্ন কাজ
=(৫/৬৩)+(৬/১৮৯)
=(৫/৬৩)+(২/৬৩)
=(৫+২)/৬৩
=৭/৬৩
=১/৯

অতএব ৫ জন পুরুষ এবং ৬ জন বালক একত্রে কাজটি ৯ দিনে করতে পারবে।
(প্রশ্ন- একজন কর্মীর দৈনিক বেতন ১০০ টাকা । ৫ জন সমদক্ষ কর্মী কোন কাজ একত্রে  ১০ দিনে করতে পারে।যদি দৈনিক মজুরি ২০ টাকা বৃদ্ধি করা হয়,তবে তারা দৈনিক ২৫% বেশি কাজ করতে সম্মত হয়।এতে মোট কত টাকা বাঁচবে?)

১০ দিনে সম্পন্ন করে ১ অংশ
১ দিনে সম্পন্ন করে ১/১০ অংশ

অতএব ২৫% কাজ বেশি করলে ১ দিনে সম্পন্ন হয় ={১+(২৫/১০০)} × (১/১০)
                            =(৫/৪) ×(১/১০)=১/৮

১/৮ অংশ সম্পন্ন হয় =১ দিনে
১ অংশ সম্পন্ন হয় =৮ দিনে

১ম ক্ষেত্রে মোট বেতন=১০ × ৫ × ১০০=৫০০০ টাকা
২য় ক্ষেত্রে মোট বেতন=৮ × ৫ × (১০০+২০)=৪৮০০ টাকা

অতএব টাকা বাচবে =৫০০০ -৪৮০০ =২০০ টাকা
(প্রশ্ন- দুইটি স্পিনিং মেশিন A এবং  B একত্রে ৩০০০০০ মিটার কাপড় বুনতে পারে ১০ ঘন্টায়।যদি মেশিন B একই পরিমাণ কাপড় বুনতে পারে ১৫ ঘন্টায় ,মেশিন A ঘন্টায় কি পরিমান কাপড় বুনতে পারে?)

(A+B) একত্রে ১০ ঘন্টায় বুনতে পারে =৩০০০০০ মিটার
B একাই ১৫ দিনে বুনে = ৩০০০০০ মিটার

B একাই এক দিনে বুনে =(৩০০০০০/১৫) মিটার

B একাই ১০ ঘন্টায় বুনতে পারে=(৩০০০০০/১৫) ×১০=২০০০০০ মিটার

তাহলে  A একাই ১০ ঘন্টায় বুনতে পারবে =(৩০০০০০ - ২০০০০০) মিটার
                                                  =১০০০০০ মিটার
(রিতা একটি কাজ ১৬ দিনে করতে পারে।মিতা একই কাজ ৮ দিনে করতে পারে।তারা একত্রে একই কাজ কয়দিনে করতে পারবে?
 
রিতা ১৬ দিনে সম্পন্ন করে =১ অংশ কাজ
রিতা ১ দিনে সম্পন্ন করে=১/১৬ অংশ কাজ

মিতা ৮ দিনে সম্পন্ন করে =১ অংশ কাজ
মিতা ১ দিনে সম্পন্ন করে =১/৮ অংশ কাজ
এখন (রিতা+মিতা) ১ দিনের কাজ =(১/১৬) + (১/৮)
 =(১+২)/১৬
=৩/১৬ অংশ

তারা উভয়ে এক সাথে ৩/১৬ অংশ কাজ সম্পন্ন করে=১ দিনে
তারা উভয়ে এক সাথে ১ অংশ কাজ সম্পন্ন করে =১৬/৩= ৫(১/৩) দিনে
( ১০ জন লোক ও ১৫ জন মহিলা একত্রে ৬ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে ।একজন লোক একা কাজটি ১০০ দিনে শেষ করতে পারে।একজন মহিলা একা কাজটি কতদিনে শেষ করতে পারে।)

১০ জন লোক +১৫ জন মহিলা একত্রে ৬ দিনে করে =১ অংশ
১০ জন লোক+১৫ জন মহিলা ১ দিনে করে ১/৬ অংশ

১ জন লোক ১০০ দিনে করে ১ অংশ
১ জন লোক ১ দিনে করে ১/১০০ অংশ
১০ জন লোক ১ দিনে করে ১০/১০০ =১/১০ অংশ

এখন,
১৫ জন মহিলা ১ দিনে করে =(১/৬) -(১/১০) =১/১৫ অংশ
১ জন মহিলা ১ দিনে করে =১/(১৫×১৫) অংশ =১/২২৫ অংশ
অতএব,
১ জন মহিলা ১/২২৫ অংশ করে ১ দিনে
১ জন মহিলা ১ অংশ করে ২২৫ দিনে
(A,B এর চেয়ে ৩০% বেশি দক্ষ ।A একা কাজটি ২৩ দিনে করতে পারে তারা একত্রে কাজটি কতক্ষণে করতে পারবে?)

 যেহেতু B এর তুলনায়   A এর দক্ষতা ৩০% বেশি
সেহেতু একই সময়ে A এর সম্পাদিত কাজঃB এর সম্পাদিত কাজ
=১৩০ঃ১০০=১৩ঃ১০
একই পরিমান কাজ সম্পাদনে ,
A এর সময়ঃ  B এর সময়=১০ঃ১৩
বা,২৩ঃ  B এর সময়=১০ঃ১৩
বা,  B এর সময়/২৩ =১৩/১০
বা,B এর সময় =(১৩/১০)×২৩=২৯৯/১০ দিন

অতএব  B কাজটি ২৯৯/১০ দিনে একা সম্পন্ন করতে পারে।

A এর ১ দিনের সম্পন্ন কাজ =১/২৩ অংশ

B এর ১ দিনের সম্পন্ন কাজ =১০/২৯৯ অংশ
(A+B) এর ১ দিনের সম্পাদিত কাজ =(১/২৩) +(১০/২৯৯) অংশ
                        =২৩/২৯৯
          =১/১৩ অংশ
 অতএব A এবং  B একত্রে কাজ সম্পূর্ণ করতে পারে =১৩ দিনে
(প্রশ্নঃ একজন পরিবাহক বেল্ট ৩ টন মালামাল ৫ মিনিটে সরবরাহ করতে পারে এবং ২য় পরিবাহক বেল্ট ১ টন মালামাল ২ মিনিটে সরবরাহ করতে পারে।তাহলে ৩৩ টন মালামাল বহন করতে দুইজনের মোট কতটুকু সময় লাগবে?)

প্রথম পরিবাহক বেল্ট ৫ মিনিটে মালামাল সরাবরাহ করে ৩ টন
অতএব পরিবাহক বেল্ট ১ মিনিটে মালামাল সরাবরাহ করে ৩/৫ টন

দ্বিতীয় পরিবাহক বেল্ট ২ মিনিটে মালামাল সরাবরাহ করে ১ টন
দ্বিতীয় পরিবাহক বেল্ট ১ মিনিটে মালামাল সরাবরাহ করে ১/২ টন

বেল্টদ্বয় একত্রে ১ মিনিটে মালামাল সরাবরাহ করে (৩/৫ + ১/২)=১১/১০ টন

১১/১০ টন মালামাল সরাবরাহ করে ১ মিনিটে
১ টন মালামাল সরাবরাহ করে ১০/১১ মিনিটে
৩৩ টন মালামাল সরাবরাহ করে (১০/১১)×৩৩=৩০ মিনিটে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
(প্রশ্নঃ একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এবং একজন বালক একত্রে একটি খনন কার্য ৪০ দিনে সম্পন্ন করতে পারে।তাদের খননের গতির অনুপাত ৮ঃ৫ হলে বালক একা কাজটি করতে কত দিন সময় নেবে?)

খননের গতির অনুপাত =প্রাপ্ত বয়স্ক মানুষঃবালক=৮ঃ৫

অতএব খননের গতির অনুপাতে যার অংশ যত বেশি তার সময় কম লাগবে
সময়ের অনুপাত=প্রাপ্ত বয়স্ক মানুষঃবালক =৫ঃ৮

মনে করি,প্রাপ্ত বয়স্ক মানুষ একাই কাজটি করতে সময় নিবে =৫x দিন
 বালক একাই  কাজটি করতে সময় নিবে =৮x দিন

প্রাপ্ত বয়স্ক লোকটি ১ দিনে সম্পন্ন করে ১/৫ x অংশ
বালক ১ দিনে সম্পন্ন করে =১/৮x অংশ
দুজন একত্রে ১ দিনে সম্পন্ন করে (১/৫x)+(১/৮x) =১৩/৪০x অংশ

আবার,তারা একত্রে ৪০ দিনে কাজটি সম্পন্ন করে
অতএব তারা একত্রে ১ দিনে সম্পন্ন করে ১/৪০ অংশ

 অতএব ,১৩/৪০x =১/৪০
  x=১৩
একজন বালকের একা শেষ করতে সময় লাগবে =১৩×৮=১০৪ দিন




সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0