Set (19 টি প্রশ্ন )
প্রশ্নে বলা হচ্ছে, ৭৫% ছাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর দিল, দ্বিতীয় প্রশ্নে ৫৫% সঠিক উত্তর দিল। ২০% কোনো উত্তরই সঠিকভাবে দিল না। কত শতাংশ ছাত্র সঠিক উত্তর দিল?

1st প্রশ্নের উত্তর ভুল করে = 100 - 75 = 25%
2nd প্রশ্নের উত্তর ভুল করে = 100 - 55 = 45%

∴ দুটি প্রশ্নেরই উত্তর ভুল দেয় = 25 + 45 - 20 = 50%
∴  দুটি প্রশ্নেরই Correct উত্তর দেয় = 100 - 50 = 50%
প্রশ্ন: গণিতে ভালো শিক্ষার্থীর হার ৬৫% এবং স্ট্যাটিস্টিকসে ভালো শিক্ষার্থীর হার ৪৫%। দুই বিষয়ে ভালো শিক্ষার্থীর শতকরা হার কত?

সমাধান:
মোট শিক্ষার্থী ১০০ ধরা যাক।

গণিতে ভালো = ৬৫ জন
স্ট্যাটিস্টিকসে ভালো = ৪৫ জন

দুই বিষয়ে ভালো শিক্ষার্থীর সংখ্যা = গণিতে ভালো + স্ট্যাটিস্টিকসে ভালো - মোট
= ৬৫ + ৪৫ - ১০০
= ১০ জন

অর্থাৎ, ১০% শিক্ষার্থী দুই বিষয়ে ভালো।
ধরা যাক, পরীক্ষায় মোট শিক্ষার্থী সংখ্যা ১০০ জন।

বাংলায় ফেল করেছে ৩৫ জন।
ইংরেজিতে ফেল করেছে ৪৫ জন।
বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে ২০ জন।

মোট ফেল = (বাংলায় ফেল) + (ইংরেজিতে ফেল) - (উভয় বিষয়ে ফেল)
= ৩৫ + ৪৫ - ২০
= ৮০ - ২০
= ৬০ জন

সুতরাং, মোট ৬০% শিক্ষার্থী অন্তত একটি বিষয়ে ফেল করেছে।

উভয় বিষয়ে পাশ = (মোট শিক্ষার্থী) - (অন্তত একটি বিষয়ে ফেল)
= ১০০% - ৬০%
= ৪০%

অতএব, ৪০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে।
ধরি,
F = ফুটবল খেলতে দক্ষ শিক্ষার্থীদের সেট
C = ক্রিকেট খেলতে দক্ষ শিক্ষার্থীদের সেট
n(U) = মোট শিক্ষার্থীর সংখ্যা = ১৫০
n(F) = ফুটবল খেলতে দক্ষ শিক্ষার্থীর সংখ্যা = ৬০
n(C) = ক্রিকেট খেলতে দক্ষ শিক্ষার্থীর সংখ্যা = ৭৫
n(F∩C) = ফুটবল ও ক্রিকেট উভয় খেলায় দক্ষ শিক্ষার্থীর সংখ্যা = ৬০

আমরা জানি,
n(F∪C) = n(F)+n(C)−n(F∩C)
বা, n(F∪C) = 60+75−60
বা, n(F∪C) = 135−60
বা, n(F∪C) = 75


যারা কোনো খেলায় দক্ষ নয় তাদের সংখ্যা = n(U)−n(F∪C)
= ১৫০ - ৭৫
= ৭৫

অতএব, ৭৫ জন শিক্ষার্থী ফুটবল এবং ক্রিকেট কোনো খেলাতেই দক্ষ নয়।
total height of girls = 13 x 144(8/13)
                            = 1880 cm

total height of boys = 11 x 69(5/11)
                             = 1864cm

Average height of all the students,
= (1880+1864)/24
= 156cm
ধরি,
কোন খেলাই পছন্দ করে না = x জন।

দেওয়া আছে,
মোট ছাত্র = 30 জন।

উভয় খেলা পছন্দ করে = 10 জন।

ফুটবল পছন্দ করে = 20 জন।

ক্রিকেট পছন্দ করে = 15 জন।

প্রশ্নমতে,
 30-x=20+15-10
or, 30-x=25
 ∴   x = 5
শুধু দাবার দল = দাবার দল – উভয় = ১০ – ৫ = ৫ জন।
f(x)= x2-3x
∴f(x)= (3x)2 -3.3x= 9x2-9x
f(3x)= 9x2-9x 
∴g(-10)= 9(-10)2 -9.(-10)
=900+90
= 990
n(M∪T)=n(M)+n(T)-n(M∩T)
          =60+80-55=85%

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শুধু A মুভি পছন্দ করেছে = (24/2) - (24/4) = 6

শুধু B মুভি পছন্দ করেছে = (24/3) - (24/4) = 2

∴ কোনো মুভিই পছন্দ করেনি এমন = 24 - (6+2+6) = 10  
Monroe High School এ total senior 200 জন

Band এ আছে = 40 জন

Orchestra এ আছে = 60 জন

Band এবং Orchestra তে আছে = 10 জন

∴ কোনটিতেই নেই  = 200 - (30+10+50) জন = (200 - 90) জন = 110 জন

The symbols ∪, ∩, and - refer to the set operations union, intersection, and set difference, respectively.

The union of two sets A and B (denoted by A ∪ B) is the set of elements that are in A, or in B, or in both. So, A ∪ B is {1, 2, 3, 4, 5, 6}.

The intersection of two sets A and B (denoted by A ∩ B) is the set of elements that are in both A and B. So, A ∩ B is {3, 4}.

The set difference of A and B (denoted by A - B) is the set of elements that are in A but not in B. So, A - B is {1, 2}.


দেওয়া আছে,
মোট ছাত্র = ৭৮ জন
ফরাসি নিচ্ছে = ৪১ জন
জার্মান নিচ্ছে = ২২ জন
উভয় কোর্স নিচ্ছে = ৯ জন

প্রথমে আমাদের বের করতে হবে কতজন ছাত্র অন্তত একটি কোর্স (ফরাসি অথবা জার্মান) নিচ্ছে।
সেট তত্ত্ব অনুযায়ী,
ফরাসি অথবা জার্মান নিচ্ছে = ফরাসি নিচ্ছে + জার্মান নিচ্ছে - উভয় নিচ্ছে
= ৪১ + ২২ - ৯
= ৬৩ - ৯
= ৫৪ জন

এখন,
যে ছাত্ররা কোনো কোর্সই নিচ্ছে না = মোট ছাত্র - অন্তত একটি কোর্স নিচ্ছে
= ৭৮ - ৫৪
= ২৪ জন

 

From a group of 7 men and 6 women, five persons are to be selected with at least 3 men. So we can have (5 men) or (4 men and 1 woman) or (3 men and 2 woman)

(5C5)+(5C4∗6C1)++(5C3∗6C2)

=[(7*6)/(2*1)]+[(7*6*5)/(3*2*1)*6]+[(7*6*5)/(3*2*1)*(6*5)/(2*1)]

=21+210+525

=756




To understand why, we can use the principle of inclusion-exclusion.

The total number of students is e + a because there are e students studying English and a students studying Arabic, and we don't want to count any student twice.

However, we need to subtract the number of students who are counted twice, which is the number of students studying both English and Arabic, denoted by b.

So, the number of students studying English and Arabic or both is:

e + a - b


set A : people with more than 4 years exp  set B : people with degree 

AUB = total - (less than 4 exp and no degree)  AUB = 30-3=27

AUB = A + B - A ∩ B  A ∩ B = 18+14-27 =5 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0