'এ ভরা বাদর, মাহ ভাদর শূন্য মন্দির মোর'- কে লিখেছেন?
Solution
Correct Answer: Option B
- 'এ ভরা বাদর মাহ ভাদর / শূন্য মন্দির মোর‘ পদটি মিথিলার রাজসভার কবি, বৈষ্ণব পদাবলির ও পদসংগীত ধারার রূপকার কবি বিদ্যাপতি রচনা করেন।
- তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি।
- তিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করতেন।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন। তবে -
• বিদ্যাপতির সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থ হচ্ছেঃ
- কীর্তিলতা,
- পুরুষপরীক্ষা
- গঙ্গাবাক্যাবলী,
- বিভাগসার।
- কবির রচনায় মোহিত হয়েছিলেন - মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য তিনি বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।