How many Bengalis have been with the 'Knighthood' title?
Solution
Correct Answer: Option D
- নাইটহুড উপাধি যুক্তরাজ্যের রাজা-রানির দেওয়া অন্যতম সেরা সম্মাননা।
- এ পর্যন্ত ৩ জন বাঙালি নাইটহুড উপাধি লাভ করেন।
- ১৯১৫ সালে প্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি লাভ করেন।
- তবে তিনি ১৯১৯ সালে এই উপাধি ত্যাগ করেন।
- ২য় বাঙালি এবং প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে ২০১০ সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ নাইটহুড উপাধি লাভ করেন।
- তৃতীয় বাঙালি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক আখলাকুর রহমান চৌধুরী নাইটহুড উপাধি লাভ করেন।
- উল্লেখ্য, বিজ্ঞানী জগদীশ চন্দ্ৰ বসু ও নিখিলেশ দত্ত 'নাইট ব্যাচেলর' উপাধি লাভ করেন।