In the sentence “I already told him about the party”, ‘already’ is
A an adjective
B an adverb
C a preposition
D an interjection
Solution
Correct Answer: Option B
Noun ও Pronoun ছাড়া অন্য Parts of speech যেমন adjective, verb, adverb, preposition অথবা একাধিক শব্দ (Phrase) বা একটি বাকাংশ (Clause) বা পুরো বাক্য (Sentence)-এর বিষয়ে কোন কিছু বলে বা তথ্য দেয়, তাকেই adverb বলে। Adverb-কে ধাঁধা লাগানো ক্রিয়া বিশেষন (mystifying modifier) বলা হয়ে থাকে। already=ইতোমধ্যেই already একটি adverb I already told him about the party=আমি তাকে পার্টির কথা ইতোমধ্যেই জানিয়েছি.
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions