Correct Answer: Option C
Adjective বলতে এমন এক ধরণের শব্দমালাকে বোঝায় যারা কোন Noun বা Pronoun এর যোগ্যতা, স্বতন্ত্রতা, বা বর্ণনা সম্পর্কে ধারণা দিয়ে থাকে।
marriage=বিবাহ (noun)
Marring=নষ্ট করা (verb)
Marry=বিবাহ করা (verb)
Nuptial=বৈবাহিক (adjective)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions