What is the parameter of a rectangle that is 24 meter wide and has the same area as another rectangle that is 64 meter long and 48 meter wide ?
Solution
Correct Answer: Option E
প্রশ্নে বলা হচ্ছে যে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৬৪ মিটার এবং প্রস্থ ৪৮ মিটার । এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ ২৪ মিটার হলে তার পরিসীমা কত ?
ধরি, অপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার
প্রশ্নমতে, x × 24 = 64 × 48
∴ x = 64×48/24 = 128 মিটার
অতএব, পরিসীমা = 2( 128 + 24 )
= 152 × 2
= 304 মিটার ।