Who was the revenue minister (Diwan) of Akbar, known for introducing the 'Dahsala' or 'Zabti' system of land revenue?

A Raja Todar Mal

B Birbal

C Abul Fazl

D Raja Man Singh

Solution

Correct Answer: Option A

- রাজা টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী (দেওয়ান) এবং নবরত্ন সভার অন্যতম সদস্য।
- তিনি তৎকালীন ভূমি রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কার করেন।
- ১৫৮০ সালে তিনি 'দহশালা' বা 'জাবতি' প্রথা প্রবর্তন করেন।
- এই ব্যবস্থায় জমির উর্বরতা ও উৎপাদনের ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে কর নির্ধারণ করা হতো, যা মুঘল অর্থনীতিকে শক্তিশালী করেছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions