Who was the revenue minister (Diwan) of Akbar, known for introducing the 'Dahsala' or 'Zabti' system of land revenue?
A Raja Todar Mal
B Birbal
C Abul Fazl
D Raja Man Singh
Solution
Correct Answer: Option A
- রাজা টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী (দেওয়ান) এবং নবরত্ন সভার অন্যতম সদস্য।
- তিনি তৎকালীন ভূমি রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কার করেন।
- ১৫৮০ সালে তিনি 'দহশালা' বা 'জাবতি' প্রথা প্রবর্তন করেন।
- এই ব্যবস্থায় জমির উর্বরতা ও উৎপাদনের ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে কর নির্ধারণ করা হতো, যা মুঘল অর্থনীতিকে শক্তিশালী করেছিল।