নিচের কোন Cranial Nerve দিয়ে আমরা কোনো কিছুর ঘ্রাণ নেই?
A Facial
B Hypoglossal
C Olfactory
D Trochtear
Solution
Correct Answer: Option C
অলফ্যাক্টরি স্নায়ু হলো প্রথম জোড়া করোটিক স্নায়ু। এরা মস্তিষ্কের অগ্রপ্রান্তে অবস্থিত অলফ্যাক্টরি লোব দুটির শীর্ষদেশের অঙ্কীয় দিক থেকে উৎপন্ন হয়ে নাকের মিউকাস পর্দায় বিস্তৃত হয়। এ স্নায়ুর সাহায্যে আমরা কোনো কিছুর ঘ্রাণ নেই।