Solution
Correct Answer: Option A
ALU এর পূর্ণরূপ হলো Arithmetic logic unit . অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ । এটা সকল গাণিতিক ( Arithmetic ) এবং সিদ্ধান্ত গ্রহণের ( Decision Making Function ) কাজ করে থাকে । গাণিতিক যুক্তি ইউনিটেই মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে ।