কোনটি উপন্যাস?

A জন্ম যদি তব বঙ্গে

B জাহান্নম হইতে বিদায়

C ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী

D মনিব ও তাহার কুকুর

Solution

Correct Answer: Option B

- শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস ‘জাহান্নম হইতে বিদায়’ যা ১৯৭১ সালে প্রকাশিত হয়।

শওকত ওসমান রচিত উপন্যাসগুলি হলোঃ 
- জননী (প্রথম উপন্যাস), 
- চৌরসন্ধি, 
- ক্রীতদাসের হাসি, 
- বনি আদম, 
- সমাগম, 
- রাজা উপাখ্যান, 
- পতঙ্গ পিঞ্জর, 
- আর্তনাদ, 
- রাজসাক্ষী। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions