What technological innovation developed by SpaceX revolutionized the space industry?
Solution
Correct Answer: Option C
- SpaceX এর সবচেয়ে বড় বিপ্লবী উদ্ভাবন হল রকেটের পুনঃব্যবহারযোগ্যতা। এর আগে, রকেট একবার ব্যবহারের পরেই নষ্ট হয়ে যেত। কিন্তু স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এই ধারণাকে বদলে দিয়েছে।
- এই রকেটের প্রথম স্তরকে পৃথিবীতে ফিরিয়ে আনা এবং পুনরায় ব্যবহার করা যায়।
- এই প্রযুক্তির ফলে রকেট উৎক্ষেপণের খরচ অনেক কমে গেছে।