Solution
Correct Answer: Option D
- কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয়, তাই জীবনী সাহিত্য।
- চৈতন্যদেবের জীবনী নিয়েই প্রথম বাংলা জীবনী সাহিত্য রচিত হয়।
- চেতন্যদেবের মৃত্যুর পর তার দুটি জীবনীগ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়।
• বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম, চৈতন্যভাগবত।
- বৃন্দাবন দাস এটির লেখক ছিলেন।
• চৈতন্য দেবকে নিয়ে পরে যে গ্রন্থটি রচিত হয় সেটির নাম, চৈতন্যমঙ্গল।
- লোচনদাস এটির লেখক ছিলেন।