নিচের কোনটি জীবনী সাহিত্য?

A ধর্মমঙ্গল

B জঙ্গনামা

C শ্রীকৃষ্ণকীর্তন

D চৈতন্যমঙ্গল

Solution

Correct Answer: Option D

- কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয়, তাই জীবনী সাহিত্য।

- চৈতন্যদেবের জীবনী নিয়েই প্রথম বাংলা জীবনী সাহিত্য রচিত হয়।
- চেতন্যদেবের মৃত্যুর পর তার দুটি জীবনীগ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়।

• বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম, চৈতন্যভাগবত। 
- বৃন্দাবন দাস এটির লেখক ছিলেন।

• চৈতন্য দেবকে নিয়ে পরে যে গ্রন্থটি রচিত হয় সেটির নাম, চৈতন্যমঙ্গল।
- লোচনদাস এটির লেখক ছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions