During British colonial rule, what was the region that comprises modern-day Bangladesh known as?
A East Pakistan
B Bengal Presidency
C West Bengal
D Assam-Bengal
Solution
Correct Answer: Option B
- ১৯০৫ সালে বৃটিশ আমলে বেঙ্গল প্রেসিডেন্সিকে দুইভাগে ভাগ করা হয়।
- এর একটি অংশ পশ্চিমবঙ্গ অন্যটি পূর্ববঙ্গ ও আসাম।
- এটি বঙ্গভঙ্গ নামে পরিচিতি পায়।
- কিন্তু হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরোধিতা করলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং পূর্ববঙ্গ আবার পশ্চিমবঙ্গের সাথে একীভূত হয়ে যায়।
- এপর ১৯৪৭ সালে দেশ বিভাগের (ভারত-পাকিস্তান) সময় পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে যুক্ত হয়।
- পাকিস্তান সরকার ১৯৫৬ সালে পূর্ববঙ্গ/বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান (East Pakistan) নামকরণ করে।
- এরপর ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 'পূর্ব পাকিস্তান' স্বাধীনতা লাভ করে বাংলাদেশ হয়।