Which is the busiest port in Bangladesh and the third in South Asia, serving as a key hub for the country's imports and exports?
A Mongla Seaport
B Tamabil Land Port
C Benapole Land Port
D Chittagong Seaport
Solution
Correct Answer: Option D
- চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- এটি ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৮৮৮ সালে কার্যক্রম শুরু করে।
- চট্টগ্রাম সমুদ্রবন্দর বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ততম সমুদ্র বন্দর।
- এটি ভারতের মুম্বাই ও শ্রীলংকার কলম্বোর পরে দক্ষিণ এশিয়ার তৃতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর।
- সমুদ্র পথে এ বন্দর দিয়ে বাংলাদেশের প্রায় ৯৩ শতাংশ আমদানি-রপ্তানি হয়।