"তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি" - রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Solution
Correct Answer: Option D
- রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত তাঁর শেষ কাব্যগ্রন্থ হলো 'শেষলেখা' (১৯৪১)।
- এটি তাঁর মৃত্যুর পড়ে প্রকাশিত হয় ,তাই তিনি এটির নামকরণ করে যেতে পারেননি ।
- এ গ্রন্থের কবিতাগুলো তাঁর জীবনের শেষ সময়কালের লেখা এবং কয়েকটি কবিতা মুখে মুখে রচিত ।
- 'তোমার সৃষ্টির পথ ' দুখের আঁধার রাত্রি ' প্রভৃতি এ কাব্যের অন্যতম কবিতা।