মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়?
A শ্বাস ত্যাগ
B শ্বাস গ্রহন
C চিৎকার করা
D গান গাওয়া
Solution
Correct Answer: Option A
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- ফুসফুসতাড়িত বাতাস গলনালি হয়ে মুখ ও নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ধ্বনি উচ্চারিত হয়।
- মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়।