[ Fill in the blank with right option. ]
Market leaders usually want to _ their market share even further, or at least to protect their current market share .
A decrease
B dominate
C increase
D establish
Solution
Correct Answer: Option C
decrease- কমা; কমানো; হ্রাস করা বা পাওয়া । dominate- কর্তৃত্ব করা; শাসন করা; প্রবল হওয়া । increase- বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয় । establish- স্থাপন করা; প্রতিষ্ঠা করা ।
সাধারণ যুক্তি দিয়ে চিন্তা করলেও এই প্রশ্নের উত্তর যে অপশন c) তা বুঝতে পারা যায় । কারণ যারা বাজারকে Lead দেয় তারা সর্বদাই তাদের Market share কে বাড়াতে চায় বা বাড়াতে না পারলেও যে পরিমাণ Market share আছে সেই পরিমাণ ধরে রাখতে চায় । তাই সঠিক উত্তর হবে অপশন c) .
বাক্যের অর্থঃ বাজারে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিগণ সাধারণত বাজারে তাদের শেয়ারের পরিমাণারো বাড়াতে চায় বা যে পরিমাণ শেয়ার আছে সেটা ধরে রাখতে চায় ।