Choose the correct antonym for the word: KOSHER
Solution
Correct Answer: Option A
- Kosher শব্দটির আভিধানিক অর্থ হলো উপযুক্ত, বিশুদ্ধ বা ধর্মীয় রীতিনীতি মেনে প্রস্তুত করা খাবার।
- ইহুদি ধর্মে যেসব খাবার খাওয়া বৈধ বা পবিত্র বলে গণ্য হয়, সেগুলোকে Kosher বলা হয়।
- অন্যদিকে Impure শব্দটির অর্থ হলো অপবিত্র, অবিশুদ্ধ বা ভেজাল যুক্ত।
- যেহেতু Kosher মানে বিশুদ্ধ বা সঠিক, তাই এর বিপরীত শব্দ বা Antonym হলো Impure বা অবিশুদ্ধ।
- বাকি অপশনগুলোর মধ্যে Legitimate (বৈধ), Proper (সঠিক), এবং Genuine (খাঁটি) শব্দগুলো Kosher এর সমার্থক বা Synonym হিসেবে ব্যবহৃত হতে পারে।