Fill in the blank: Hard work is the ______ to success.
Solution
Correct Answer: Option C
- Hard work is the key to success একটি বহুল প্রচলিত ইংরেজি প্রবাদ।
- এই প্রবাদটির অর্থ হলো, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা অসম্ভব।
- যেমন একটি চাবি ছাড়া তালা খোলা যায় না, তেমনি কঠোর পরিশ্রম ছাড়া সাফল্যের দরজা খোলা যায় না।
- এখানে 'Key' শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা সাফল্যের প্রধান মাধ্যম বা উপায়কে নির্দেশ করে।
- যদিও Path (পথ), Door (দরজা), বা Secret (গোপন সূত্র) শব্দগুলো ব্যাকরণগতভাবে বসানো যেত, কিন্তু প্রচলিত প্রবাদ বা Idiom হিসেবে 'Key' শব্দটিই সঠিক।