বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে?
A গুরুচন্ডালী দোষ
B দুর্বোধ্যতা
C উপমার ভুল প্রয়োগ
D বাহুল্য দোষ
Solution
Correct Answer: Option D
-প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে থাকে।
-যেমন: সকল শিক্ষকগণ আজ উপস্থিত।
-এ বাক্যে 'সকল' এবং 'গণ' বহুবচনবাচক শব্দের অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে।