যার গুণ আছে, সে বিনয়ী হয়– এটি কোন ধরনের বাক্য?
Solution
Correct Answer: Option C
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
- এই বাক্যগুলোতে খণ্ডবাক্যগুলো পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়।
- সাধারণত সাপেক্ষ সর্বনাম (যেমন: যে-সে, যারা-তারা, যিনি-তিনি) বা সাপেক্ষ যোজক (যেমন: যদি-তবে, যেহেতু-সেহেতু) দ্বারা এই বাক্যগুলো যুক্ত থাকে।
- প্রদত্ত বাক্যে “যার গুণ আছে” একটি আশ্রিত খণ্ডবাক্য এবং “সে বিনয়ী হয়” একটি প্রধান খণ্ডবাক্য।
- এখানে ‘যার-সে’ সাপেক্ষ সর্বনাম ব্যবহারের মাধ্যমে দুটি অংশ একে অপরের ওপর নির্ভরশীল হয়েছে, তাই এটি একটি জটিল বাক্য।