Solution
Correct Answer: Option B
- ১৯৩৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ধূপছায়া' চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম এবং অহীন্দ্র চৌধুরী।
- এই চলচ্চিত্রে নজরুল ইসলাম একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন।
- 'ধ্রুব' (১৯৩৪) চলচ্চিত্রে নজরুল নারদের চরিত্রে অভিনয় করেন এবং এর সংগীত পরিচালনাও করেন, তবে তিনি এটি পরিচালনা করেননি।
- কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো 'ব্যথার দান', 'রিক্তের বেদন' ও 'শিউলিমালা'।
- তাঁর বিখ্যাত তিনটি উপন্যাস হলো 'বাঁধন হারা', 'মৃত্যুক্ষুধা' ও 'কুহেলিকা'।