Solution
Correct Answer: Option D
- 'To throw in the towel' একটি ইংরেজি প্রবাদ বা Idiom।
- যার আক্ষরিক অর্থ হলো ‘হার মেনে নেওয়া’ বা ‘কোনো কিছু ছেড়ে দেওয়া’।
- বক্সিং খেলায় যখন একজন খেলোয়াড় আর মারামারি করতে পারে না, তখন তার কোচ রিংয়ের ভেতরে তোয়ালে বা towel ছুড়ে দিয়ে হার স্বীকার করে নেয়।
- সেখান থেকেই এই প্রবাদটির উৎপত্তি হয়েছে, যার অর্থ to give up বা পরাজয় স্বীকার করা।