In which literacy group, Virginia Woolf was a key figure?
Solution
Correct Answer: Option D
- ভার্জিনিয়া উলফ ছিলেন ব্লুমসবেরি গ্রুপ (Bloomsbury Group) নামক সাহিত্যিক গোষ্ঠীর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
- এটি বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংল্যান্ডের একদল প্রভাবশালী ইংরেজ লেখক, বুদ্ধিজীবী, দার্শনিক ও শিল্পীদের একটি সংঘ ছিল।
- এই গোষ্ঠীটি লন্ডনের ব্লুমসবেরি এলাকার নামানুসারে পরিচিতি লাভ করে, যেখানে তারা নিয়মিত সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করতেন।
- ভার্জিনিয়া উলফ ছাড়াও এই দলে ছিলেন তার স্বামী লিওনার্ড উলফ, অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস, লেখক ই.এম. ফরস্টার এবং চিত্রশিল্পী ভেনেসা বেল।
- তারা ভিক্টোরিয়ান যুগের রক্ষণশীল চিন্তাধারার বিরোধিতা করতেন এবং আধুনিকতাবাদ, মুক্তচিন্তা ও নারী স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন।