Which letters were used for expressing emotion by ancient Egyptians?
Solution
Correct Answer: Option D
- প্রাচীন মিশরের মানুষরা মনের ভাব প্রকাশের জন্য যে অক্ষরের মাধ্যম ব্যবহার করত তাকে হায়ারোগ্লিফিকস (Hieroglyphics) বলা হয়।
- এটি মূলত বিভিন্ন ছবি বা চিহ্নের মাধ্যমে লেখা এক ধরনের প্রাচীন লিপির পদ্ধতি।
- 'Hieroglyphics' শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ 'পবিত্র খোদাই' (sacred carving)।
- এই লিখন পদ্ধতিটি প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরে শুরু হয়েছিল এবং এটি মন্দির ও স্মৃতিস্তম্ভে খোদাই করা হতো।
- প্রশ্নের অন্যান্য অপশনগুলো (Caroplyphics, Rogoqlyphics, Namoroglyphics) কাল্পনিক এবং এদের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।
- ১৯ শতকে ‘রোসেটা স্টোন’ (Rosetta Stone) আবিষ্কারের পর জাঁ ফ্রাঁসোয়া শ্যাম্পোলিয়ন নামে এক ফরাসি পণ্ডিত এই হাজার বছরের পুরোনো লিপির পাঠোদ্ধার করেন।