Who wrote the book “World Order”?

A Hillary Clinton

B Henry Kissinger

C Ronald Regan

D John Kennedy

Solution

Correct Answer: Option B

- 'World Order' নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন প্রখ্যাত আমেরিকান কূটনীতিক ও রাষ্ট্রবিজ্ঞানী হেনরি কিসিঞ্জার (Henry Kissinger)
- ২০১৪ সালে প্রকাশিত এই বইয়ে তিনি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এবং আধুনিক বিশ্বের রাজনৈতিক কাঠামোর বিবর্তন নিয়ে গভীর আলোচনা করেছেন।
- কিসিঞ্জার বইটিতে বিভিন্ন অঞ্চলের (যেমন- ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আমেরিকা) ভিন্ন ভিন্ন বিশ্বব্যবস্থার ধারণা ব্যাখ্যা করেছেন।
- তিনি বিশ্লেষণ করেছেন কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বর্তমানের ভূ-রাজনীতিকে প্রভাবিত করছে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেমন নেতৃত্বের প্রয়োজন।
- হেনরি কিসিঞ্জারের লেখা অন্যান্য বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে 'Diplomacy', 'On China', এবং 'The White House Years'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions