What was the main cause of the Permanent Settlement Act failure?
A High tax rates
B Famine
C Administrative inefficiency
D Corruption among landlords
Solution
Correct Answer: Option A
*স্থায়ী বন্দোবস্ত আইন (Permanent Settlement Act) ১৭৯৩ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা বাংলায় প্রবর্তিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল জমিদারদের মাধ্যমে রাজস্ব সংগ্রহের একটি স্থায়ী ব্যবস্থা তৈরি করা। তবে এই আইনটি বিভিন্ন কারণে ব্যর্থ হয়, যার মধ্যে প্রধান কারণ ছিল উচ্চ করের হার।