WHO is primarily concerned with:
A Promoting trade between countries
B Coordinating international health activities
C Protecting intellectual property
D Monitoring global stock markets
Solution
Correct Answer: Option B
1.Coordinating international health activities:
-বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন।
-স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া সমন্বয় করা।
2.Disease prevention and control:
-সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কাজ করা।
-টিকাদান কর্মসূচি পরিচালনা ও সমন্বয় করা।
3.Health promotion:
-স্বাস্থ্যকর জীবনযাপন প্রচার করা।
-বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
4.Setting international health standards:
-বিভিন্ন রোগের সংজ্ঞা ও চিকিৎসা পদ্ধতির মান নির্ধারণ করা।
-ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মান নিয়ন্ত্রণ করা।
5.Health research:
-স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা পরিচালনা ও উৎসাহিত করা।
-নতুন চিকিৎসা পদ্ধতি ও ওষুধ উদ্ভাবনে সহায়তা করা।
-WHO দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে।
সুতরাং, সঠিক উত্তর হলো: b) Coordinating international health activities।