Correct spelling (refers to a period of 1000 years)
Solution
Correct Answer: Option A
শুদ্ধ রূপ হলো Millennium, অর্থ সহস্রাব্দ।
- Millennium শব্দটির উৎস ল্যাটিন: mille (thousand) + annum (year)। দুইটি অংশ একত্র হলে ডাবল l এবং ডাবল n থাকে।
- বানানের ধরন: Millennium = M i l l e n n i u m (দুটি l আর দুটি n)।
- বিকল্পগুলোর ত্রুটি: Millenium (Option 2) এ n একটিই; Milennium (Option 3) এ l একটিই; Milenium (Option 4) এ উভয়েই একটিই — ফলে সবগুলো ভুল।
- মনে রাখার কৌশল: mille + annum ভাবলে সহজে মনে থাকবে দুইটি l এবং দুইটি n লাগবে।
সঠিক উত্তর: Option 1 — Millennium।