Fill in the blank: 'We seldom _____ never visit that place.'
Solution
Correct Answer: Option B
- 'Seldom if ever' এবং 'seldom or never' ইংরেজি গ্রামারের বহুল ব্যবহৃত দুটি phrase বা বাক্যাংশ।
- বাক্যটিতে 'if' বসালে অর্থ দাঁড়ায়: আমর কদাচিৎ (খুব কম), যদি আদৌ কখনো যাই, সেই জায়গায় যাই। (We seldom if ever visit that place.)
- বাক্যটিতে 'or' বসালে অর্থ দাঁড়ায়: আমরা কদাচিৎ (খুব কম) অথবা কখনোই সেই জায়গায় যাই না। (We seldom or never visit that place.)
- গ্রামারের নিয়ম অনুযায়ী, 'seldom' এর সাথে 'if' বসলে পরবর্তীতে 'ever' বসাতে হয় (Seldom if ever)।
- কিন্তু 'seldom' এর সাথে 'or' বসলে পরবর্তীতে 'never' বসাতে হয় (Seldom or never)।
- প্রদত্ত বাক্যের শূন্যস্থানের পরেই 'never' শব্দটি রয়েছে।
- যেহেতু 'never' আছে, তাই এর আগে নিয়ম অনুযায়ী সঠিক লিঙ্কার হিসেবে 'or' বসবে।
- সেই অনুযায়ী সঠিক উত্তর হলো 'or'।