Which one of the following is the first non-government EPZ in Bangladesh?

 

A DEPZ

B CEPZ

C KEPZ

D All of A,B,C

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ১০।
- বাংলাদেশে সরকারি ইপিজেড ৮ টি হলো- চট্টগ্রাম, ঢাকা, মংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী।
-১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্টগ্রাম।
-দেশের প্রথম বেসরকারি ইপিজেড এর নাম- KEPZ, চট্টগ্রাম।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড- উত্তরা ইপিজেড, - এটি নীলফামারীতে অবস্থিত।।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

উৎসঃ শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বেপজা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions