How many women freedom fighter received the “Beer Award” for their contribution in the liberation war of Bangladesh?

A 5

B 7

C 2

D 6

Solution

Correct Answer: Option C

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দু'জন নারীকে (তারামন বিবি ও ক্যাপ্টেন সিতারা বেগম) বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। সিতারা বেগম মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের অধীনে কমান্ডিং অফিসার হিসেবে যুদ্ধে অংশ গ্রহণ করেন। আর তারামন বিবি ১১ নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions