Who is known as the 'Father of Modern India' for his role in social and religious reforms?
A Swami Vivekananda
B Raja Ram Mohan Roy
C Ishwar Chandra Vidyasagar
D Dayananda Saraswati
Solution
Correct Answer: Option B
- রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁ বা নবজাগরণের অগ্রদূত এবং ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়।
- ঊনবিংশ শতাব্দীতে তিনি রক্ষণশীল হিন্দু সমাজের কুসংস্কার দূর করতে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন।
- তাঁর প্রচেষ্টাতেই ১৮২৯ সালে লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলোপ করেন।
- তিনি মূর্তিপূজা ও জাতিভেদ প্রথার বিরোধিতা করেন এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন।
- এছাড়াও ভারতে ইংরেজি শিক্ষা ও আধুনিক চিন্তাধারা বিস্তারে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।