The split between the Moderates and the Extremists in the Congress took place in which session (1907)?
A Calcutta Session
B Lucknow Session
C Nagpur Session
D Surat Session
Solution
Correct Answer: Option D
- ১৯০৭ সালে গুজরাটের সুরাটে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে দলটি আদর্শগত মতপার্থক্যের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
- এই ঘটনাটি ইতিহাসে ‘সুরাট বিচ্ছেদ’ (Surat Split) নামে পরিচিত।
- বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বাধীন চরমপন্থী (যারা পূর্ণ স্বরাজ ও বয়কটে বিশ্বাসী ছিলেন) এবং গোপাল কৃষ্ণ গোখলের নেতৃত্বাধীন নরমপন্থী (যারা নিয়মতান্ত্রিক আন্দোলন ও আবেদনে বিশ্বাসী ছিলেন) অংশের মধ্যে এই ভাঙন ঘটে।