Which was the first Civil Disobedience movement started by Mahatma Gandhi in India (1917)?
Solution
Correct Answer: Option A
- মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে প্রথম আইন অমান্য আন্দোলন বা সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ।
- এটি ১৯১৭ সালে বিহারের চম্পারণ জেলায় সংঘটিত হয়েছিল।
- এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নীলকর সাহেবদের অত্যাচার থেকে নীল চাষিদের রক্ষা করা।
- ব্রিটিশরা কৃষকদের তাদের জমির ৩/২০ ভাগ অংশে নীল চাষ করতে বাধ্য করত, যা তিনকাঠি ব্যবস্থা নামে পরিচিত ছিল।
- গান্ধীর এই শান্তিপূর্ণ প্রতিবাদের ফলে সরকার শেষপর্যন্ত নতি স্বীকার করে এবং নীল চাষিদের ওপর অত্যাচারমূলক আইন বাতিল করে।