Which was the first Civil Disobedience movement started by Mahatma Gandhi in India (1917)?

A Champaran Satyagraha

B Kheda Satyagraha

C Ahmedabad Mill Strike

D Rowlatt Satyagraha

Solution

Correct Answer: Option A

- মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে প্রথম আইন অমান্য আন্দোলন বা সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ
- এটি ১৯১৭ সালে বিহারের চম্পারণ জেলায় সংঘটিত হয়েছিল।
- এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নীলকর সাহেবদের অত্যাচার থেকে নীল চাষিদের রক্ষা করা।
- ব্রিটিশরা কৃষকদের তাদের জমির ৩/২০ ভাগ অংশে নীল চাষ করতে বাধ্য করত, যা তিনকাঠি ব্যবস্থা নামে পরিচিত ছিল।
- গান্ধীর এই শান্তিপূর্ণ প্রতিবাদের ফলে সরকার শেষপর্যন্ত নতি স্বীকার করে এবং নীল চাষিদের ওপর অত্যাচারমূলক আইন বাতিল করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions