Which British General was responsible for the Jallianwala Bagh Massacre in 1919?
Solution
Correct Answer: Option C
- ১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
- এই গণহত্যার জন্য মূল অভিযুক্ত ব্রিটিশ জেনারেল ছিলেন রেজিনাল্ড ডায়ার (Reginald Dyer) বা জেনারেল ডায়ার।
- তার আদেশেই ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী নিরস্ত্র জনসমাগমের ওপর গুলি চালায়, যাতে বহু মানুষ নিহত ও আহত হন।
- সেই সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মাইকেল ও'ডায়ার (Michael O'Dwyer), যিনি এই গণহত্যার সমর্থন করেছিলেন।
- জেনারেল ডায়ারের এই নৃশংস পদক্ষেপের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার 'নাইটহুড' উপাধি ত্যাগ করেছিলেন।