The 'Dandi March' in 1930 was launched to protest against which tax?

A Land Tax

B Salt Tax

C Income Tax

D Trade Tax

Solution

Correct Answer: Option B

- ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে "ডান্ডি অভিযান" বা "লবণ সত্যাগ্রহ" শুরু হয়েছিল।
- এই আন্দোলনটি ব্রিটিশ সরকারের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে শুরু হয়েছিল।
- ১৯৩০ সালের ১২ মার্চ গান্ধীজি এবং তাঁর ৭৮ জন অনুসারী সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা শুরু করেন।
- এই যাত্রার উদ্দেশ্য ছিল সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে ব্রিটিশদের একচেটিয়া লবণ আইনের বিরোধিতা করা।
- এই ঐতিহাসিক পদযাত্রা ভারতের স্বাধীনতা সংগ্রামে আইন অমান্য আন্দোলনের সূচনা করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions