Solution
Correct Answer: Option B
- Native মানে: কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তু যে স্থানে জন্মগ্রহন করেছে বা স্বাভাবিকভাবে সেই অঞ্চলের — অর্থাৎ দেশীয় বা local।
- Indigenous হলো native-এর সমার্থক, অর্থাৎ কোনো অঞ্চলের মূল বা স্বদেশী বস্তু/জনগণ।
- Local ও Domestic দুটোই সাধারণত একই অঞ্চল বা দেশে থাকা/সংযুক্ত থাকা বোঝায় (local = স্থানীয়, domestic = গৃহী/দেশীয়) — এগুলোও native-এর সঙ্গে সখ্যতায় থাকে।
- Foreignবিদেশী বা অন্য জায়গা থেকে আগত; তাই এটি native-এর বিপরীত অর্থ বহন করে।
অতএব অন্যান্য অপশনগুলো (Indigenous, Local, Domestic) মূলত native-এর সমার্থক বা সম্পর্কিত; শুধুমাত্র Foreignই হচ্ছে সঠিক antonym।