Fill in the blank: 'As a judge, he must remain _____ and not favor either side.'
Solution
Correct Answer: Option A
- প্রশ্নটিতে একজন বিচারকের (Judge) দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, যিনি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করবেন না।
- প্রদত্ত বাক্যটির অর্থ হলো: 'একজন বিচারক হিসেবে, তাকে অবশ্যই _____ থাকতে হবে এবং কোনো পক্ষের প্রতি পক্ষপাত করা যাবে না।'
- অপশনগুলোর মধ্যে 'Neutral' শব্দের অর্থ হলো নিরপেক্ষ, অর্থাৎ কোনো বিশেষ পক্ষের প্রতি ঝোঁক না থাকা বা পক্ষপাতহীন থাকা।
- একজন ন্যায়বিচারকের প্রধান গুণ হলো নিরপেক্ষতা বজায় রাখা, তাই এখানে Neutral শব্দটিই সবচেয়ে উপযুক্ত।