Correct Answer: Option B
মহস্হানগড়ে রয়েছে হযরত শাহ সুলতান বলখীর (রহ.) মাজার। শাহ সুলতান বলখীর মাজার মহস্হানগড়ের প্রধান আকর্ষণ। কথিত আছে, বলখের শাসক আজগরের সন্তান ছিলেন শাহ সুলতান। কিছুদিন বিলাসব্যসনে দিন কাটানোর পরে তিনি অমুসলমানদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার কাজে নেমে পড়েন। অনেক জায়গা ঘুরেফিরে শাহ সুলতান অবশেষে এলেন বগুড়ার রাজা পরশুরামের রাজ্যে। ইসলামধর্ম প্রচার করে ধীরে ধীরে এই অঞ্চলকে মুসলমানদের আয়ত্তে আনলেন এবং এখানেই তিনি থেকে গেলেন
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions