In the Hexadecimal number system, which letter represents the decimal number 15?
Solution
Correct Answer: Option A
- হেক্সাডেসিমেল পদ্ধতিতে F অক্ষরটি ডেসিমেল সংখ্যা ১৫-কে নির্দেশ করে।
- হেক্সাডেসিমেল নম্বর সিস্টেম বা ষোড়শমিক সংখ্যা পদ্ধতিতে মোট ১৬টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়।
- এই পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো ডেসিমেল পদ্ধতির মতোই থাকে (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯)।
- ৯-এর পরবর্তী সংখ্যাগুলো (১০ থেকে ১৫) প্রকাশ করার জন্য ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো ব্যবহার করা হয়।
- প্রতীকগুলোর মান যথাক্রমে: A=১০, B=১১, C=১২, D=১৩, E=১৪ এবং F=১৫।
- প্রদত্ত ব্যাখ্যায় 0xFF বা অন্যান্য তথ্যের উল্লেখটি এই প্রশ্নের জন্য অপ্রাসঙ্গিক এবং ভুল ছিল, তাই সঠিক নিয়মটি মনে রাখা জরুরি।