Which number system uses the digits 0 to 7?
Solution
Correct Answer: Option D
- যে সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য ৮ টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হচ্ছে ৮।
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ২ এবং এতে কেবল ০ ও ১ ব্যবহৃত হয়।
- দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ১০ এবং এতে ০ থেকে ৯ পর্যন্ত দশটি অঙ্ক ব্যবহৃত হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ১৬ এবং এতে ০-৯ এবং A-F পর্যন্ত মোট ১৬টি প্রতীক ব্যবহৃত হয়।