Which logic gate outputs a '1' (High) only if all its inputs are '1' (High)?
Solution
Correct Answer: Option A
Logic gate গুলো ডিজিটাল সার্কিটে সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এই অপশনগুলোর মধ্যে কেবল তখনই আউটপুট 1 দেয় যখন সব ইনপুটই 1—সেটি হল AND Gate।
- AND Gate এর নিয়ম: সব ইনপুট 1 হলে কেবল আউটপুট 1; অন্য সব ক্ষেত্রে আউটপুট 0।
- দুই ইনপুটের জন্য truth table (A এবং B):
- A=0, B=0 → Output=0
- A=0, B=1 → Output=0
- A=1, B=0 → Output=0
- A=1, B=1 → Output=1
- অন্যান্য গেটগুলোর সংক্ষিপ্ত পার্থক্য:
- OR Gate: আউটপুট 1 যদি কোন একটি বা একাধিক ইনপুট 1 হয়।
- NOT Gate: একক ইনপুট উল্টে দেয় (1 → 0, 0 → 1)।
- XOR Gate: আউটপুট 1 তখনই যখন ইনপুটগুলোর মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকে (two-input ক্ষেত্রে ঠিক একটিই 1)।
অন্যান্য বেশি সংখ্যক ইনপুটের ক্ষেত্রে AND Gate একই নিয়ম মেনে চলে: সব ইনপুট 1 হলে আউটপুট 1, না হলে 0।